Showing posts with label ফ্রিল্যান্সিং. Show all posts
Showing posts with label ফ্রিল্যান্সিং. Show all posts

Sunday, July 5, 2015

ফ্রিল্যান্সিং এর প্রকারভেদ

প্রশ্নঃ বর্তমান প্রেক্ষাপটে ফ্রিল্যান্সারদের প্রকারভেদ বর্ননা কর !
উত্তরঃ বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ফ্রিল্যান্সারদের প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে যথাঃ

১। নামের ফ্রিল্যান্সার
২। কামের ফ্রিল্যান্সার
৩। চোরা ফ্রিল্যান্সার

নিম্নে এদের বর্ননা করা হলঃ

১। নামের ফ্রিল্যান্সার
কোন এক সময় ফ্রিল্যান্সিং করে $100 ইনকাম করেছিল, সেই গরমে এখন বসতে গেলে ফ্রিল্যান্সিং, দাঁড়িয়ে থাকলে ফ্রিল্যান্সিং, শুতে গেলে ফ্রিল্যান্সিং, খাইতে গেলে ফ্রিল্যান্সিং, টয়লেটে গেলেও ফ্রিল্যান্সিং, তাদের চারদিকে শুধু ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সিং, আবার তারা আলাদীনের দৈত্ব যে কেও চেরাগ ডলা দিলে হাজির ফ্রিল্যান্সিং সমস্যা সমাধান এর জন্য, এবং কাজ কাম পায়না তাই সারাদিন ফেসবুকিং
ঊদারহনঃ আমি

২। কামের ফ্রিল্যান্সার
ফেসবুকের ওয়ালে প্রায় দেখা যায়, ফটোশপ হ্যাং করেছে, কোড ইরর মেরেছে, ঐ প্লাগিন কাজ করতেছেনা, ঐ জিনিশটা কিভাবে করব, ক্লায়েন্ট খেপেছে, ক্লায়েন্ট খেজুরা আলাপ করে, আজ ক্লায়েন্ট বোনাস দিয়েছে, কাজ করতে করে কোমর ধরা এই ধরনের স্ট্যাটাস যারা দেয় তারাই মূলত কামের ফফ্রিল্যান্সার তাদেরকে চেনার উপায় রাত ২ টার পড়ে স্ট্যাটাস দিবেন যারা লাইক দিবে তারাই মনে করেন কাম করে কামাচ্ছে,
উদাহরণঃ আপনারা

৩। চোরা ফ্রিল্যান্সার
চোরা বলতে এখানে বুঝানো হচ্ছে যারা গোপনে কোটি ডলার কামাচ্ছে, তারা সবার ধরা ছোঁয়ার বাহিরে, মাসে একবার ফেসবুকে আসবে আর ভিবিন্ন গ্রুপে স্ক্রিনশট দিবে আলহামদুলিল্লাহ এই মাসে $10,000 সবার কাছে দোয়া প্রার্থি, আর ইনবক্স এ বোমা মারলে ও রিপ্লায় পাবেন্না, আবার হটাত করেই দেখবেন পত্রিকায় বিয়ানি গঞ্জের সিরাজ মিয়া ফ্রিল্যান্সিং করে এখন হাঁস মুরগির খামার করেছে সাথে চিংড়ি মাছের রমরমা ব্য্যবসা,
উদাহরণঃ সিরাজ মিয়া

উপসংহারঃ উপরোক্ত বিশ্লেষণ এর জন্য আমি দায়ী নয়
লেখক : Dr. Rahman Md Naziur
Read more ...


Advertisement Here !